কথা বলার,ভালোবাসার সময় আর নেই—
এই জীবন,শত শত কাজে ব্যস্ত ভীষণ।
শত কাজের চাপে, যেন বোঝা-এ জীবন
কাঁচের ন্যায় টুকরো টুকরো ভাঙি সারাক্ষণ।
যেন আমি বিহঙ্গ, জ্বলে ক্ষুধায় সারা অঙ্গ—
ছুটে চলি একটু খাবারের আশায়,গভীর প্রভাতে।
শূন্য কানন, হয় বিষাদ,বিষন্ন মন,
খুঁজি আর খুঁজি শূন্য উদরে ফিরি,গভীর রাতে।
পিপাসিত, ক্ষুদার্ত শুকনো হৃদয়-
তবু কেন ঝর্ণার মতো ঝরে ঘাম, সারাক্ষণ?
তবে কি হৃদয় নদীতে ভেঙেছে বাঁধ?
খরস্রোতে বইবে নদী ,ভাসবে শরীর ,যখন তখন।
কাজে থাকি তবু কাজেও নাই যে সময়-
কাজে ব্যস্ত, করি সুস্থ মনকে পাগল।
শত কাজে ব্যস্ত থেকে---
সুস্থ জীবনকে ব্যস্ত করে,করি কোলাহল।
.......................................