বসন্ত উৎসব
মহঃ সানারুল মোমিন
এক গুচ্ছ শিমূল,
এক ঝাঁক পলাশ,
কোকিলের কুহু কুহু রব।
আম্র মুকুলের গন্ধে,
মৌমাছি মেতেছে আনন্দে,
আজ সবার বসন্ত উৎসব।
রং আসে ফুলে ফুলে,
আনন্দ ভাসে নদী কুলে।
বনে বনে পাখির কলরব।
আনন্দ মনে প্রাণে।
সুর ভা্সে গানে গানে।
আজ সবার বসন্ত উৎসব।