ব্যর্থ নীরব কাব্যকথা
মহঃ সানারুল মোমিন
ব্যস্ত থাক ব্যস্ততায়,
নীরব থাক নীরবে।
এখন যে চারিপাশ নিস্তব্ধ,
তবু কেউ আছে মেতে উৎসবে।
দিশেহারা গোধূলির নীরব কান্না,
ভাঙাচোরা জীবনের বাঁকে।
রাত্রির গায়ে কালোছায়া,
চাঁদের বিরহ গল্প আজও সে আঁকে।
ধোঁয়া মাখা, রোদ-ছায়া সন্ধ্যা,
জোনাকিদের আড়চোখে আবদার।
পড়ন্ত বিকাল, জ্বলন্ত আলেয়া,
শুধু ঝি ঝি পোকার হাহাকার।
নীরব কান্না, বলে যায় আর না-
ব্যর্থ, কুয়াশার জলে করি স্নান।
নীরতায়,ব্যর্থতায়-ছন্দ হীন কবিতায়,
গেয়ে চলি সুরহীন জীবনের গান।।