যায় চলে যায় দিন
ভাবছি কি একদিন,
মনের স্বপ্ন,আশা হল ক্ষীণ।
বাড়ছে বোঝা বোঝা ঋণ।
নিজের হাতে গড়া জমি,
নিজের হাতে চষা ভূমি-
হারায় যে দিন প্রতিদিন।
বাড়ছে বোঝা বোঝা ঋণ।
ছিল আমার হালের বলদ।
ছিল না তো কিছুই গলদ।
আজ নিঃস্ব,কেন ভূমিহীন।
বাড়ছে বোঝা বোঝা ঋণ।
ছিল আমার ভাঙা ঘর।
এখন দেখি সবই পর।
ছিল স্বপ্নমাখা সুখ দিন।
আজ তাতেও নাকি ঋণ।
বাড়ছে দিনে শুধু দেনা।
শব্দটি আমার খুব চেনা।
ভাবি না তাই কোন দিন-
আমার অনেক আছে ঋণ।
যেদিন এলাম মায়ের কোলে-
সবই কিছু ছিলাম ভুলে-
ভাবি না তাই কোন দিন-
মায়ের কাছেও অনেক ঋণ------