আমরা সদা আছি,
         হৃদয়ের কাছাকাছি।
এই আসরের এক
         প্রেমের অবদানে।

অজানা সকাল,
          ডাক দিয়ে যায়-
সুমধুর গানে গানে।

হাজার মন প্রাণ
         এক হয়ে যায়-
তোমার অদৃশ্য বন্ধনে।

সুমধুর ভাষায়,
           সুর ওঠে আজ-
শত বাঙালীর মনে।

হে, আসর তোমারই
           প্রেম ভালোবাসার,
অশেষ অকৃত্রিম অবদানে।

স্বর্ণ পল্লব এসে,
            খুব ভালোবেসে।
সাজায় হাজার বৃক্ষ লতা।

শত বাঙালী
           তোমারই ভাবনায়,
আনবে একদিন সফলতা।

বাংলা কবিতা লিখি,
             বাংলায় স্বপ্ন দেখি,
বাংলা লিখি গান-
           বাংলায় যা কিছু লিখি-
সবই যে এই আসরের অবদান।
দুলে আনন্দে শত শত মন প্রাণ।
হাজার কণ্ঠে একই সুরে গায় একই গান।
...................................................