আছো তো বেশ ফুর্তিতে,
দেখি,নীরব মানব মূর্তিতে।
আছো তো বেশ ধকলে।
তাই ভাঁজ পড়েছে ঐ কপালে।
ঘুরো দেখি ফুটপাতে,
খিদের জ্বালা, ভুতে জীব চাঁটে।
খিদে লাগে, মরিমরি,
ইট পাটকেল হজম করি।
থাকে নাকি পথ ধারে,
যখন তখন আপন করে।
দেখা হলে হাড় ভাঙে
লুকিয়ে পড়ে সে হাজার রঙে।