আত্ম কথা -২
মহঃ সানারুল মোমিন
সেই একবার কেঁদেছে আকাশ,
খিদে ছিল মাটির বুকে।
মানুষ এখন মৃত না ঘুমন্ত
ভাবি-নিশ্চয় ঘুমিয়েছে সুখে।
জল দিয়ে খিদে ঢাকি
বুঝি না রাত না সকাল।
অসহায় পৃথিবী চোখ মুছে
ভিজে সব হাতের রুমাল।
জীবন্ত বাতাস মিশে চলে
নীরব রুপালি রাতের কোনে।
সুখের হবে অন্তিম সময়
এক টুকরো সুখ রেখেছি কিনে।
...................................................।
রচনা কালঃ ০১/০৩/২০২২
মঙ্গলবার-১৬ই ফাল্গুন,১৪২৮