আত্ম কথা -১
মহঃ সানারুল মোমিন


কার সাথে কথা বলি,
    আকাশ না মাটির সাথে?
এক মুঠো বেশি পাবো,
    কাল উপোষ ছিলাম রাতে।

বন্ধ্যা মাটি, অন্ধ আকাশ,
     ফসল আসে না আর।
চিরকাল ভুখা থাকি,
     শূন্য মাটির কুঁড়ো ঘর।

উল্কা পড়ে- তারা ঝরে,
     আমরা ভাবি ভাত অন্ন খই।
গরীব দুঃখীর পেটের জ্বালা
     পৃথিবীতে পড়ে যায় হৈ চৈ।



...................................................।
রচনা কালঃ ২৬/০২/২০২২
শনিবার-১৩ই ফাল্গুন,১৪২৮