দিন শেষে অন্তিম কবিতায়
শব্দরা রুক্ষ জমির আল পথ ধরে ছুঁয়ে পড়ে
রূপকথা আঙিনায়।
দীর্ঘ প্রতীক্ষায় ঘুম ভাঙ্গে
উজানিয়া ঢেউয়ের বুকের উঁচু নিচু ভাঙা চাতালে।
বুকের গভীরে পূর্ণিমার চাঁদ ক্লান্ত
আবছা জোৎস্না না খুঁজি,দিনশেষে অন্তিম কবিতায়।
দুপুরের ভাতঘুমে নামে অজানা সন্ধ্যা।
সেই সন্ধ্যায় হারায় অযত্নে পড়ে থাকা চাপা গাছের ফাঁকা ডালে বৃদ্ধ প্যাঁচার করুন আবদার।
প্রাচীন বটবৃক্ষের ছায়াতলে
শৈশবের খেলাধুলার শেষ গান শুনি,
গাড় নীল গল্প কথায় আর
নিঃশব্দ মনের কুটিরের মানচিত্রে।
::::::::::::::::::::::::::::::::::::::::::
তারিখ:-০৮/১১/২০২২
নগর,মুর্শিদাবাদ,প:ব,ভারতবর্ষ