আজ আর নয় কোনো কবিতা।
মনের মাঝের শব্দগুলো ক্লান্ত –
করছে পালন- চুপচাপ নীরবতা।
ছন্দ-রা সব নিরান্দ,
আছে ক্লান্ত মনে।
কিসের দুখে? কোন আসুখে?
লুকিয়ে আছে হৃদয় কোণে।

সকাল বিকাল উঁকি দিতো-
আসতো মাত্রা, ছন্দ নিয়ে।
খুব আনন্দে ডুবটি দিতো-
মনের কবিতার সাগরে গিয়ে।
কে দিল আঘাত ?
কে দিল ব্যথা?- বলে না সে মনের কথা?
শোকের মাঝে- আর সাজে না সে।
শব্দ, ছন্দের নাই আর একতা---
করছে পালন- চুপচাপ নীরবতা।
শূন্য হৃদয়, শূন্য মন- আসে না আর কবিতা।

...............................................................