আজ স্বপ্নরা ঘুম ভাঙে,
গভীর বেদনায়,ঐ জ্যোৎস্নাহীন রাতে।
আজ ইচ্ছেরা উড়ে যায়,
হাজার যন্ত্রণায়,লুকায় তারার সাথে।
ঐ তারাদের হাহাকার,
বুকের মাঝে,শুধু ব্যথার আগুন জ্বলে।
রামধনুর বিষ রং-
ঐ অনন্ত সীমায় মিশে যায় সব ফেলে।
রক্ত স্রোত পথ হারায়,
বৃদ্ধ অচল শুকনো নদী নালার মত।
স্বপ্ন আঁখি অশ্রু শুকায়,
বেরিয়ে আসে যাতনা বেদনা আছে যত।