1...নদী ছুটে চলে

সব নদী ছুটে চলে
মিলিত হতে মোহনায়।
মনের আনন্দে,ছন্দে ছন্দে
নাকি হৃদয়ের যন্ত্রণায়?


যেতে যেতে,মহা সুখেতে,
রেখে যায় শত সুখ।
নাকি নিজের ভুলে,ভাবি
নদী দিল বড় দুঃখ?


2...মোর ভিলা

শান্ত অজয়,
উচু সবুজ টিলা।
উতলা মন,
প্রাণ আজ রঙ্গিলা।
রঙ্গিলা মন,
নাচে মন উতলা।
অজয় জলে,
মোর নাচুক ভিলা।