এলো বুঝি মোদের
             শোকের ফেব্রুয়ারী?
শক্ত করে হাত ধরি ধরি।
             দাড়িয়ে সারি সারি।
গাই মোরা শোকের গান।
             ব্যথা ভরা,শোকে ভরা প্রাণ।

ভাইয়ের রক্তে ভাসে রাজপথ-
              এলো বুঝি স্বাধীনতার রথ।
দুঃখে ভরা,মোদের হৃদয়-
             রক্ত দিল মোদের হাজার ভাই।
হাজার শোকে, মনের দুঃখে
               ফেব্রুয়ারীর গান গায়-
               রক্ত দিল মোদের হাজার ভাই।

“মা” এর মুখে ভাষা থাকবেই-
              হাজার বাঙালী জাগবেই।
মুখের ভাষার সাথে একদিন
               “ মা”এর মুক্তি ঘটবেই।
                 হাজার বাঙালী জাগবেই।
......................................................