আঁচড় লাগেনি
     মহঃ সানারুল মোমিন

ছুটে চলে মনের ধূমকেতু
     আঁচড় লাগেনি পৃথিবীর গাঁয়ে।
দ্রুত গতির পঙ্গু হরিণ
     আঘাত পেয়েছে পশ্চাৎ পায়ে।  

কান্নায় ঝরে শীতের শিশির
     স্বপ্ন রঙ্গিল পোড়া বালিতে।
ক্যাকটাস জাগে না আর
     ঘুম ভাঙে দুই হাত তালিতে।

প্রেম জাগে-মৃত শরীরে
     লজ্জা মুখ ঢাকে পৃথিবী-
শিল্পীর তুলিতে রং নেই
     ফ্যাঁকাসে মানব ছবি।

মরীচিকায় জল জাগে
     সাগর হবে মরু ভুমি।
সাগরের অশ্রু-বুকেই থাকে
     ভেবেছ কেউ কি তুমি।
...................................................।
রচনা কালঃ ২৫/০২/২০২২
শুক্রবার-১২ই ফাল্গুন,১৪২৮