[২৭-১১-২০১৭ তারিখে প্রকাশিত আসরের পরম শ্রদ্ধেয় কবি মাননীয় অনিরুদ্ধ বুলবুল সাহেবের “ছেঁড়া কাব্য” কবিতায় মন্তব্য করতে গিয়ে আমার এইটি লিখা। শ্রদ্ধেয় কবিকে উপহার দিলাম]
হৃদয় নদী,থাকতো যদি
নিয়ে তার সুখ ছন্দ।
শুকনো ধারা, সবই হারা-
পথ চলা হয়েছে বন্ধ।
মনের সাগরে,ভাঙা জোয়ারে
দিয়েছে,অবেলায় ভাটার টান।
আসে না ছন্দ, হয়েছে বন্ধ-
ছন্দ,সুর,মাত্রা ভেঙে খানখান।
কবিতার জীবাণু,সুরের রেণু-
উড়ে গেছে অজানা পথে।
আসে না ভাবনা,আসে না ছন্দ-
নীরবে, কাঁদি গভীর রাতে।
ভাবের অভাব,নাই কবির স্বভাব-
এলোমেলো লিখে,ভাবি কবি।
পাই না ভাষা, হয়েছি নিরাশা-
আড়ালে মুচকি হাসে ঐ রবি।
হৃদয় পুরে, আছে জুড়ে-
অনেক রঙিন স্বপ্নের গল্প।
সবই তো হয়েছে বলা
বাকি আছে কি কিছু অল্প?
হৃদয় গাঙে,শত রঙে-
এঁকেছি নানা স্বপ্নের ছবি।
শূন্য হৃদয়, শূন্য ভাবনা-
আমি যে অসহায় কবি।
...........................................................................
রচনাকালঃ ইংরাজি-২৯-১১-২০১৭
খড়গ্রাম, মুর্শিদাবাদ।