[২৮-১১-২০১৭ তারিখে প্রকাশিত আসরের পরম শ্রদ্ধেয় কবি মাননীয় গোলাম রহমান সাহেবের “অর্কিড নয় ক্যাক্টাস ” কবিতায় মন্তব্য করতে গিয়ে ২৯-১১-২০১৭ তারিখে আমার এইটি লিখা। শ্রদ্ধেয় কবিকে উপহার দিলাম]
হে বৃক্ষ শ্রেষ্ঠ-
তুমি মোর বয়োজ্যেষ্ঠ।
নিয়েছো আমাকে বুকে তুলে।
শত বেদনা,দুঃখ,সুখ ভুলে।
দিয়েছো হৃদয় সুধা,সারাক্ষন।
করিয়েছো আমার জীবন ধারণ-
আমি যে অর্কিড, তোমার শরীর সাজায়,
শত রঙে, শত ডঙে, চির নিশিদিন।
কিন্তু-
আমি যে পরাশ্রয়, মনে আছে খুব ভয়,
তোমার শেষে আমি শেষ, ভাবি প্রতিদিন।
...................................................
রচনাকালঃ ইংরাজি-২৯-১১-২০১৭
খড়গ্রাম, মুর্শিদাবাদ।