যদি বলি আমি ধন্য-
হবে না মিথ্যে বলা এখন সভ্য হয়েছি।
আগে ছিলাম একেবারে বন্য।
সভ্য হয়েও খুঁজি খুঁজি
বুঝেও না বুঝি-
খুঁজে চলেছি একটু মানবিকাতার জন্য।
সভ্য হয়েও ব্যর্থ আমি,
খুঁজেছে চলেছি মানবিকতার উর্বর জমি।–
অসহায়, ক্ষুধার্ত, অবহেলিতদের জন্য।
সভ্য হয়েও সভ্য শিখরে,
রয়ে গেছি গভীর আঁধারে।
হয়ে গেছি বিজ্ঞাপনের পণ্য-নিজের জন্য।
তাইতো বেশ ছিলাম বন্য,
স্বপ্নহীন,বিবেকহীন- আর নয়,
খুঁজে নিবো আমার প্রিয় অতীতের সেই অরণ্য।