আমি আমার কাছে আমি প্রিয়, নয় অন্য জন।
তবু কেন এ হৃদয় কাঁদে,ছুটে আমার মন।

বারে বারে বুঝায় তারে, থাকনা তুই মনের ঘরে।
প্রিয়া খোঁজে-প্রিয়া খোঁজে, মোর মন নাহি বোঝে।

আমি আমার প্রিয়, তবু কেন কাঁদে সারাক্ষন।

এ মন বড় পিপাসী, কে যেন এ মন বাসি?
ক্ষনে ক্ষনে প্রতি জনে,খোঁজে শুধু এক মনে।

কে আছো বলো আমার এমন আপনজন?
আমি আমার কাছে আমি প্রিয়, নয় অন্য জন।

সিক্ত মনের কার উদয়? চেয়ে থাকে কার অপেক্ষায়?
চাতক রয় বারির আশায়, মন থাকে কার ভালোবাসায়?

আমি আমার প্রিয়,তবু কেন খোঁজে প্রিয় জন?




রচনাঃ- ৩০শে জুন,২০১৭
১৫ই আষাঢ়,১৪২৪
শুক্রবার!