স্নিগ্ধ শীতল বায়ু পল্লীর পারে-
ফড়িঙের আনাগোনা আলের ধারে ধারে।
কোকিলের কলরব ফুল ধরা শাঁকে-
সকালে বিকালে কতনা পাখি ডাকে।
সেথায় এসো ওগো-দেখবে আমার ঘর-
সকলে একান্ত আপন, কেউ নয় পর।
প্রান্ত পারে ভোরের বেলা-ডাক দেয় পাখি-
দেখবে বাংলা মায়ের রূপ-জুড়াবে দুই আঁখি।