অলসতায় কবিতা
      মহঃ সানারুল মোমিন

শীতের পাঁজরে অলসতার ঘুম
  ঝরে পড়ে ক্লান্তির ঘাম
ভোরের ঘাসের শরীরে ।

নিঝুম রজনীর ব্যর্থতার সুর
  হিসাব হীন লিখা নাম
  ক্ষণস্থায়ী জল শিশিরে।

জাগে ফুল, করে ভুল
     পৃথিবীর মাটির প্রাচীরে।
শত ব্যথা, মনে গাঁথা
     লিখা রয় প্রাচীন পাথরে।

রোদের কোলে,জ্যোৎস্নার ছায়া
    সুর বাজে নীরবে।
পদ্যের গায়ে, কবিতার বাসা
  গদ্য মেতেছে উৎসবে।
.......................................।
২১-০১-২০২১  নগর, মুর্শিদাবাদ