অলীক ভাবনা
অল্প অল্প লিখে ভাবি বেশি শিখে
ভাবি পৃথিবী করব জয়।
শক্ত এই চরণ ? মানে না বারণ
পা রাখলেই মাটি সরে যায়।
ভাবি অমর হব সদা সম্মানে রব
বুক বাঁধি অলীক কল্পনায়।
বোকা শূন্য মন ভেবে দেখে যখন
নয়ন ভাসে করুণ বেদনায়।