কাজল জলে,শাপলা ফুলে
হল অলির আগমন।
পদ্ম ফুলে, প্রাণটি খুলে
হল সবার আলাপণ।
ফুলের হাসি,সুরের বাঁশি
প্রাণে লাগায় দোলা।
সুখটি মেখে,থেকে থেকে
করে আনন্দেতে খেলা।
স্বপ্ন চূড়ে, ফিরে ফিরে
আসে সুখের জোয়ার।
দিকে দিকে আলো ছড়ায়,
টুটে কালো আঁধার।
পাহাড় জুড়ে,বহু দুরে,
ভাসে পাহাড়িয়া সুর।
সেই সুরেতে মনটি নাচে,
নাচে সারাটি দুপুর।
শিমুল ডালে,রাঙা ফুলে
আঁকে হরেক রকম ছবি।
মৃদু হেসে,ছড়ায় আলো
সকাল বেলার রবি।
মাদল কোলে,সুরটি তোলে
ঐ পাহাড় দেশেতে।
স্বপ্ন ভুলে, প্রাণটি খুলে,
রঙে নতুন সাজেতে।
কোকিল আসে,দোয়েল আসে
লিখে নতুন নতুন সুর।
সেই সুরেতে পাগল মাদল,
পাগল হাজার নূপুর।
নৃত্য ওঠে তালে তালে
পাহাড় তীরে,নদীর জলে।
রামধনু রঙ মেখে সকল
গান গায় প্রাণটি খুলে।
...................................................
১৭-১০-২০১৭
মঙ্গলবার
নগর,মুর্শিদাবাদ