এই কি হায়, হায়, বলছি তোমায়,
ডেকো না আমায়, লিখো না কবিতায়।
আমি বড়ো অসহায়, লাগে অতি ভয়।
বলি,আমি তোমাদের চন্দ্রমামা,
গায়ে যে আমার জ্যোৎস্নার জামা।
এইটি নয় যে আমার, বলেছি বহুবার।
ইহা, প্রাণ প্রিয় রবির অবদান,
বলি, মোরে নয়,তারে দাও সন্মান।
সেই তো রাখে মোর মান, করে সব কিছু দান।
লক্ষ হাজার বছর ধরে,রেখে অন্তরে।
বহু আদরে, দেখেছে স্বপ্ন হাজার শতক কবি।
শীতল জ্যোৎস্নায় করে স্নান, এঁকেছে লক্ষ ছবি।
গভীর রাতে, অজানা অচেনা পথে,
জেগে জেগে, লিখেছে তাঁরা কত কবিতা।
ভুল বুঝনা, দিয়েছি ব্যথা, এই তো সত্য কথা।
.............................................।।
রচনাঃ ২০০২