আকাশ ছোঁয়া নীল
মহঃ সানারুল মোমিন
দুরে সবুজ মাঠ,
ঐখানে নদী ঘাট,
কাছে আকাশ ছোঁয়া নীল।
দুরে আকাশ পানে,
মিষ্টি মধুর গানে,
ধূসর ডানা মেলে চিল।
ফুল বাগের শাখে,
পল্লী পথের বাঁকে,
ফলে প্রাণের প্রিয় ফল।
নদী বুকের মাঝে,
হৃদয় সুরে বাজে,
মায়া মমতার জল।
দিনের বেলা শেষে,
আঁধার আসে ঘেসে,
জ্বলে চন্দ্র তারা পিদিম।
শ্বেত কাগজে লিখা,
মাটির বুকে দেখা,
ভাবনা পরশ আদিম।
শাপলা ফুল কেশে,
প্রাণের মধু মিশে,
আসে আলির দল।
শেষ রাত্রির শেষে,
ধরার দেহে মিশে
শীতল মমতার জল।