আজও খুঁজি
মহঃ সানারুল মোমিন
আলো নয়,
নীরবে আঁধারের অজানা পথ ধরে চলি।
বহু চেনা মাটিদের কানে কানে বলি-
তোমাদের বুক চিরে ছিল সরস নদী,
আজ তারা সচল থাকত যদি—
কত সুর কত গান,
থাকত জীবন প্রাণ।
কাজল নদী জলে, নানা ফুল ফলে।
বয়ে যেত জীবনের সময়,
আনন্দে হাসত মন হৃদয়।
একদিন বন্যার
অথৈ জলে সব কিছু ফলে।
হারিয়েছিলাম নিজ ঠিকানা-
আজ সে নদী-না ধূসর মরু”
নাম না জানা-অজানা।
আজ সে বৃদ্ধ,
শুকনো ফাটা বুক বেদনায় আসে কান্না।
ঝরে না অশ্রু- আসে না মেঘ মালা,বন্যা।
তাই আজও খুঁজি—
হারনোর ভয়ের জন্য,
প্রকৃতির দানে মধুর গানে
ভরা নদী নালা, পাহাড় অরণ্য-------