শুনেছো কি মাটির করুণ কান্না?
প্রিয় আপনকে হারিয়ে ফেলার যন্ত্রণা।
না না,মাটির নীচে চাপা পড়া-
ধ্বংস স্তুপে রূপান্তরিত হয়ে যাওয়া-
শত শত শতাব্দীর পুরানো সভ্যতার
জনগণের বুক ফাটা বেদনা।
ঐ সিন্ধু নদের তীরে-
পৃথিবীর সকল মায়া মমতাকে ঘিরে।
হাজার বছরে জন্ম নেওয়া-
স্বপ্নে মোড়া,প্রাণের রক্তে গড়া-
ছিল মহাজনগণের মহাজনপদ।
চারিদিকে ছড়িয়ে ছিল জয়গান-
উড়েছিল জয়-বিজয় বিজয়রথ।
আজ জনশূন্য সেথা,জনপ্রানী নেই কোথা।
সৃষ্ট মায়ের গর্ভ হতে,
চলে গেছে মাটির পেটে।
ঝরে গেছে হাজার ফুল-
সকালে বিকালে আর গভীর রাতে।
আজও কান্নার করুণ আওয়াজ –
রয়ে গেছে মাটির বালুকা কণায়।
আর অমর হয়ে আছে গবেষণায়-
মানবের ইতিহাসের পাতায় পাতায়।
মিশে থাকা বহু দুঃখকষ্ট ধুয়ে,মুছে
বয়ে নিয়ে চলে যুগ যুগ ধরে-
সিন্ধুর বুকের আর নয়নের জলরাশি।
নিঃস্তব্ধ,মৃত্যুর কোলাহল বাজে,বাজেনা
হরপ্পীয়দের অজানা সুরে মন মাতানো বাঁশি।
আজও সিন্ধু কাঁদে, হারানোর করুণ বেদনায়।
যতই ব্যকুল হোক আবেদন, যারা চলে গেছে,
তাদের আর কখনও কি ফিরে পায়?
...................................................