(৩০-০১-২০১৮ তারিখে কবি “লক্ষ্মণ ভাণ্ডারী”-এর “ অজয় নদীর বাঁকে” কবিতার মন্তব্যে লিখা কবিতা)।

অজয়ের বাঁকে বাঁকে,
পাখিরা সব ঝাঁকে ঝাঁক,
গায়ছে মধুর গান।


বকেরা সারি সারি,
বলে যায় “ আড়া আড়ি”,
শুনি প্রেমের কলতান।


অজয়ের বালি তীরে,
ঝোপঝাড় কত ঘিরে,
ফুটে নানা ফুল।


নীল আনন্দ জলে,
খুশিতে মাছেরা চলে।
মাথা নাড়ে কাশফুল।


শিশুরা আদুল গায়ে-
কাজল জলে নায়ে-
খুশিতে, উল্লাসে মাতি।


আনন্দে আজ মাতোয়ারা-
খুশিতে আপন হারা,
অজয় যেন চিরসাথী।