অবাক লাগে?মাঠের ক্ষেতে
সোনার গহনা ঝুলছে।
নীল আকাশে রুপের বাহার
হেমন্ত আজ খুলছে।
শিশির ঝরা রাতের আকাশ
বড়ই মিষ্টি শান্ত।
সবুজ ধরায় প্রেমের জোয়ার
বইছে নদী দিগন্ত।
হালকা শীতল ভোরের আকাশ
কুয়াশার চাদর ঢাকনা।
স্বচ্ছ গগন, তারার সাগর
সেজেছে রুপের গহনা।
সোনার ধানে,মধুর গানে
মাতল চাষীর প্রাণ।
নানা পাখি সুর তুলে
গাইল বিধাতার গান।
মায়ের হাতের পিঠে পুলি
সুধার মতন স্বাদ।
সুখে দুঃখে আছে প্রতিবেশী
নেই কিছুতেই বাদ।
শিশির কণা ঘাসের ডগায়
চুপটি মেরে থাকে।
হাঁটতে গেলে আদর করে
আমার দুটো পা কে।
..........................................।।
নগর , মুর্শিদাবাদ।