[শুভ জন্মদিনে আসরের পরম শ্রদ্ধেয় কবি অনিরুদ্ধ বুলবুল মহাশয়ের প্রতি উৎসর্গ করলাম আমার এই রচনাটি]
আজ এই শুভদিনে, এই শুভক্ষণে-
কি আনন্দ বনে বনে।
জাগল পুষ্পকলি আপনমনে।
নাচল অলি মহানন্দে, সুর তোলে ছন্দে ছন্দে।
সে ফুলের সৌরব, কাননের গৌরব।
বুঝি সে এলো-? প্রাণে দোলা দিলো?
শত ফুলের মাঝে, সে আছে অপরূপ সাজে।
এল গুনগুন মৌমাছি-সুর তোলে নাচিনাচি।
মুখরিত মধুবন, আনন্দ সারাক্ষণ।
বুঝি হল তার আগমন? আনন্দে নাচে মন।
আজ এই শুভদিনে,এই শুভক্ষণে-
কাটুক এই প্রাণ শুধু গানে গানে।
................................................।
ইংরাজিঃ ২৪শে ডিসেম্বর-২০১৭, রাত্রি-১.০০টা
নগর, মুর্শিদাবাদ-