আজ আমি আর নেই—
বসন্তের সুবাস ছড়ানো আম্রকুঞ্জের নব পল্লবের শীতল ছায়ায়।
নেই আজ স্নেহ মাখানো,মায়া মমতার মায়ের আঁচলের বিছানায়।
হারিয়ে যা্‌ই শুধু অজানায়---শুধু  অচেনায়।

আজ আমি আর নেই—
রৌপ্যরুপের ঝিকিমিকি পূর্ণিমার হাসি ঝরা শীতল জ্যোৎস্নায়।
নেই আজ অঝরে ঝরে পড়া চঞ্চল  মেঘমালার  বাদল ধারায়।
হারিয়ে যাই, শুধু অজানায়---শুধু  অচেনায়।


আজ আমি আর নেই—
এঁকে বেঁকে ছুটে চলা,পথ হারা, বেয়ে চলা নদীর জলের স্রোতে।
নেই আজ, দলে দলে ঝরে পড়া পৃথিবীর বুকে উল্কাদের সাথে।
হারিয়ে যাই,শুধু গভীর রাতে—না হয় নব প্রভাতে।

আজ আমি আর নেই—
হৃদয় মাঝারে, বুকের পাঁজরে, রক্তচলা  শরীরের শিরায় শিরায়।
নেই আজ, গড়ে উঠা বেড়ে উঠা মাংস পেশীর কণায় কণায়।
হারিয়ে যাই, মাটির কণায়---শুধু  অচেনায়।