(২০-০১-২০১৮ তারিখে কবি “লক্ষ্মণ ভাণ্ডারী”-এর “ গাঁয়ের পাশে অজয়” কবিতার মন্তব্যে লিখা কবিতা।
শ্রদ্ধেয় কবিকে উপহার দেওয়া কবিতা।)

সুখেতে দুঃখতে, গীতিতে প্রীতিতে
অজয় নদ,হৃদয়ের প্রাণ।
শত বেদনায়,মনের মোহনায়
দিবারাতি গায় গান।


স্নানে মাতে,অজয়ের সাথে
খুকি খোকা মাখে জল।
স্বপ্নের সকালে,মধুর বিকালে
পাখ পাখালীর কোলাহল।


অজয়ের জলে, মায়ের কোলে
নাচে শত রঙে জীবকূল
অবাক চোখে, দেখি তাকে
কে খুকি কে খোকা? করি ভুল।

পাখিদের সুর বড় মধুর
জুড়ায় হৃদয় প্রাণ
চষা মাটির গন্ধ মনে আনে আনন্দ
শুনি দোয়েলের কলতান।


নদের পাড়ে, বালিরে তীরে
বসে কি পাখ পাখালীর মেলা?
হাজার বছর ধরে, নিজ আপন করে
করেছে আপন খেলা।


জ্যোতস্না রাতে, তারাদের সাথে
কয় মনের কথা।
সে প্রাণের ইতিহাস, নয় পরিহাস
নানা কথা, হৃদয় গাঁথা।


না দেখে অজয়, টানে মোর হৃদয়-
লিখিলাম আমি সানারুল।
ক্ষমা করুণ কবি, মোর মনের রবি
যদি লিখে করি কিছু ভুল।