অজয়ের বালিচরে, হাজার মমতা ঘিরে।
আজ শুনি,মধুর সুরের কলতান।
হাঁসেরা ঝাঁকে ঝাঁকে, ডুব দেয় থেকে থেকে।
জুড়ায় সবার হৃদয়, মন প্রাণ।
খেয়া ঘাটে মাঝি,পাড়ি দিতে রাজি।
অজয়ের সুকোমল বুকে।
মাঝে মাঝে গান শুনি,আসে মধুর ধ্বনি।
মল্লারা গান গায় মহাসুখে।
বাজে ভাটিয়ালী গান,বাউল জুড়ায় প্রাণ।
আহঃ শুনি কি অমৃত সুর।
নদীর বাঁকে বাঁকে, পাখিরা ঝাঁকে ঝাঁকে।
প্রাণের আনন্দে বাঁজায় নূপুর।
দুই পাশে দুই তীরে,মায়ের মমতা ঘিরে।
স্বপ্ন সাজানো মাটির কুঁড়েঘর।
সবাই খুবই আপন,মনে হয় অতি প্রিয়জন।
সকলের একই আত্ম,একই অন্তর।
সারাদিন কোলাহল,হয় নদী ঘোলা জল।
হয় না ক্লান্ত প্রাণের অজয়।
পেয়েছে ভালোবাসা, জুড়িয়ে মনের আশা।
সে যে মহৎ,উদার হৃদয়।