আঘাত ছুঁয়েছে শরীর,শরীরের মাঝে মন।
আঘাতের ব্যথায় ব্যস্ত সারাক্ষণ।
মন ছুঁয়েছে নীল আকাশ-
উড়ে যায় নেই,আবকাশ।
দেখে যাও শত তারাদের কান্না ভরা মন ।
লজ্জায় মেঘের চাদরে মুখে আবরণ।
মিটিমিটি চোখে ব্যথা ছবি।
বিষন্ন প্রভাতে আসে রবি।
লিখে যায়,শুধু দিনের ব্যথা ভরা কথা।
আসার আগেই ঝরে যায় কচি পাতা।
আসে হাজার স্বপ্নে আঘাত।
বাড়ে আঘাতের উৎপাত---
ভেঙে যায় হাজার সৃষ্টি,তীব্র আঘাতে।
দিনের ব্যথার কথা বলে গভীর রাতে।
ভাঙে ইচ্ছা স্বপ্ন মন বল-
পঙ্গু অক্ষম অধম অচল।