এই সুন্দর শরীর কিসের সুন্দর।
প্রশ্ন জাগে মনে, কেন বারবার।
যতনে রাখি আতর মাখি- স্বপ্ন দেখি বহুবার-
এই দেহের কিবা আছে দাম,
মাটিই রবে না ভস্ম হবে – এই তো শেষ পরিণাম।
হঠাৎ যদি পড়ে থাকি-মাটির কোলে-
ছিড়ে খাবে কাক, কুকুর-না হয় শিয়ালে।
কত আশা, কত ভালোবাসা-
হয়ে যায় সব নিরাশা- হঠাৎ যায় যদি চলে।
সব কিছু ফেলে, একটু খানিক ভুলে।