অষ্টপ্রহরের লৌহতপ্ত দিবসে, বেদনা ভরা রৌদ্র উত্তাপে।
শরীর কান্ত, প্রতিটি অঙ্গ ধীর শান্ত- হতে চাই চির ঘুমন্ত।
ঐ পৃথিবী মায়ের কোলে, মায়া মমতার সবুজ বিছানায়।
গভীর রাতে, তারা আর জোনাকীদের সাথে-কানে কানে
প্রতি ক্ষণে কিছু মনের কথা শুধু বলে যায়---------
চন্দ্রের জ্যোৎস্নায়- আকাশের আঙিনায়।
অনুরাগে অনুভবে করি হৃদয়ের অনুভুতির বিনিময়।
উন্মত্ত পাগল, বাজিয়ে ভগ্ন মাদল-ছুটে আকাশের সীমানায়।
খুঁজে চলে কারে, ধরে অচেনা অজানা লক্ষ ছায়াপথ----
প্রেমের আলোয়, অনুজ্জ্বল হয় অতি উজ্জ্বল-
অচেনা অজানা আকাশের শেষ সীমার গভীর রাত।
ঐ দূরে, বৃষ্টি ঝরা নূপুরের সুরে, কারে খুঁজে ফিরে-
উড়িয়ে স্বর্ণ সজ্জিত,পুষ্প বিছানো বিজয় রথ।
কোন তীরে চলে, ভেসে আকাশ গঙ্গার শীতল জলে-
ধ্রবতারা চিরসাথী, জেগে সারারাতি---
চেনায় -অচেনা, অজানা স্বপ্নের পথ।
রাত পাখিদের সুমিষ্টি সুরের গান,
ঝিঁঝিঁ পোকার কলরব আর কলতান,
শত কত কোলাহল বুকেতে লুকিয়ে
গভীর ঘুমে মগ্ন আমার আদরের পৃথিবী---
একা একা বসে, তারাদের দেশে খুব ভালোবেসে-
এঁকেছি রামধনূর রঙে হাজার হাজার ছবি।
করেছি আমি রাতের সাথে আমার হৃদয়ের পরিচয়।
বলেছি বহুবার- ধরার বুকে, রব চির সুখে,
মিশে যাবো শেষে তোমাদেরই মহাকাশের অচিন ঠিকানায়-
...............................................................।
ইংরাজী-১৫.০৯.২০১৭
নগর, মুর্শিদাবাদ