প্রখর বিষাদ,
শুধু অবসাদ।
চলো বুনো মেঘেদের গান শুনি।
দিকে দিকে ছন্দ হীনা কবিতা,
বাজে হতাশার জয় ধ্বনি।
ক্লান্ত শীর রেখে দিই বাতাসের কোলে।
সোনালী গোধূলী বেলা কবে গেছে চলে।
আজও শত নক্ষত্র নীরব নয়নে জ্বলে।
বন্ধ্যা বৃষ্টি কণা,
ছুঁয়ে যায় কার হৃদয় খানা।
এখনও অজ্ঞাত, ধরণীর কানে কানে
কি যেন যায় বলে।
যুগ থেকে যুগে যুগে থেকে যায় জীজ্ঞাসা ।
একি হতাসা, নাকি গোপন মনের ভালোবাসা।