নিঝুম,নীরব, এসেছে আঁধার,
চারিদিকে দুঃখী কুয়াশার আবরণ।
স্মৃতি সৌধ,পাথরের মর্মর মূর্তি হাসে
ক্লান্ত পৃথিবীর পায়ে আঘাত-শূন্য আবর্তন।
আজও ক্লান্ত চাষী খোঁজে,মাটির ভাঁজে
হারানো চিরদিনের,কুঁড়োঘরের দিবারাত্রি সুখ।
আশায় চন্দ্র বেঁধেছে বাসা,পাবে একটু ভালোবাসা।
চারিপাশে মানবতার মৃত স্তুপ দেখে,তারা লুকায় মুখ।
গলে চুয়ে পড়ে মৃত সূর্যের কিরণ,ভেঙেছে নীরবতা।
শূন্য মানবতার শূন্য জমায়েত,চারিপাশে উৎসব ব্যস্ততা।
------------------0-0------------
০১/০৯/২০২২ কান্দি নির্ণয় ডায়াগনস্টিক সেন্টার
কান্দি,মুর্শিবাদাদ, প:ব,ভারতবর্ষ।