এক টুকরো ভালোবাসায় ক্ষত পৃথিবীর জরায়ু
বন্ধ্যাত্ব নেমে আসে,
উপন্যাসের অন্তিম অধ্যায়ে।

বাক্যের শব্দরা নীরব
এক পলকে চেয়ে থাকে উন্মক্ত আকাশের আঙিনায়।

অন্তিম দিগন্তে বর্ণমালা হারায়
আকাশের নোনা অশ্রুজলে।

শিশিরের পরিশ্রান্ত সন্ধ্যায়,
বৃদ্ধার আদর মাখা আঁচলে পড়ে থাকে নকশিকাঁথার ইতিহাস।

শূন্য হয়ে পড়ে গৃহস্থ্যের রাঙ্গিয়ে দেওয়া সৌখিন ভালবাসার শব্দহীন অক্ষর।

ব্যর্থতা নেমে আসে সময়ের অবকাশে,
চেয়ে দেখি ত্রিনেত্র এর  সীমানায়
নক্ষত্রদের প্রজনন  স্তব্ধ।

:::::::::::০০:::::::::০০:::::::::