দুপুরে গ্রীষ্ম
মহঃ সানারুল মোমিন
পাথরের গায়ে হেলান দিয়ে শুয়ে আছে
গ্রীষ্মের অলস শরীর জেগেছে একটু আগে।
গভীর প্রভাতে ক্লান্ত বিহঙ্গ পাখি,হারিয়েছে নীড়।
গ্রীষ্মের দুপুরে প্রচণ্ড পাষাণ রয়েছে অনুরাগে।
প্রজাপতি রঙ ঝাড়ে আকাশের বুকে
ধূসর মাটির কোনে।
মেঠো বালক হারিয়েছে রাখালিয়া বাঁশি,
এখন সে ব্যস্ত মোবাইল ফোনে।
তপ্ত বাতাস স্রোত বয়ে চলে
জলন্ত উনুন হয়েছে সাথী-
মাটির প্রদীপ ভেঙে গেছে, অনেক আগে-
জীবন্ত রয়ে গেছে মোমবাতি।
পাতা ঝরে, শুকনো শরীর
মরা ডালপালা ।
জাগে গ্রাম্য ফুল পথিক,
জানি না তার পথচলা।