[আসরের পরম স্বনামধন্য শ্রদ্ধেয় কবি,আলোচক ও সুনিপুন ছন্দ বিশ্লেষক “ড. সুজিতকুমার বিশ্বাস" মহাশয়কে আমার এই লিখা উপহার দিলাম]

কালের ভেজালে,           ছেয়ে মায়াজালে,
          ইতিহাস ভুলে ক্ষত-বিক্ষত।
ভুলের জোয়ারে,            কালের আঁধারে,
          ইতিহাস রচিত শত শত।

লিখি না সঠিক,           মিথ্যা লিখি ঠিক,
       মিথ্যা লিখছি,মনে আসে যত।
পড়ছি কবলে,             বিষাক্ত ছোবলে,
         ইতিহাস ভ্রান্তিতে দংশিত?

ভাঙছে হৃদয়,              হৃদয় কাঁপায়,
        নিচের অধিকার গেছে ঘুচে।
সকল সততা,             দিয়েছে কি ব্যথা?
       হৃদয় কেন গো গিয়েছে মুছে?

বিজ্ঞান অচল,            থাক আদিকাল-
       হারায় জ্ঞান, সাধের বিজ্ঞান।
আসছে সভ্যতা,         বাড়ছে অজ্ঞতা
      সত্য কি আজ হচ্ছে অজ্ঞান?

পুড়ছে সভ্যতা,          ভাঙে মানবতা,
        কাঁদে আইন? বিচার হতাশ?
কার পদধ্বনি,           পূর্বাভাস শুনি,
          দিচ্ছে কে ভয়ের পূর্বাভাস।

........................................................................
নগর, মুর্শিদাবাদ-