স্তব্ধ চারিদিক নীরব চুপচাপ
গভীর শীতে ভেজা রাত।
ভোরের জোনাকি চেয়েছে আলো
অজানা শিশির বিছানো পথ।
চুয়ে যায় শীতের কোমল শরীর,
রাতের গভীর অন্তরে।
আলোক শিখা হারায় প্রান-
আগামীর ঘন অন্ধকারে।
নেমে আসে পৃথিবীর দেয়ালে স্তব্ধতা
শীতে শুনি বেসুরে বন পেঁচাদের করুন গান।
মৃত্যুর উপর জমেছে রাতের শীত
জীবন হারায় অসময়ে প্রাণ।
--------///-------///----------
২৬-০১-২০২১ রাত্রি ৯.৫০ মঙ্গলবার
নগর, মুর্শিদাবাদ,পশ্চিমবঙ্গ,ভারত