চলি ফিরি বারে বারে,
ভাঙা নদীর ধারে ধারে।
গাহি চেনা হৃদয়ের গান,
সিক্ত শীতল,জুড়ায় প্রাণ।

ছুটে চলি পল্লীর পানে,
ফড়িং নাচে স্বর্ণ ধানে।
সুর রচে পাখির কলতান,
ভাসে সুমধুর মিষ্টি গান।

উজান নদীর বাঁকে বাঁকে,
হাসেরা আসে ঝাঁকে ঝাঁকে।
খেলে আনন্দে সারা বেলা,
চলে যেন রুপনগরের ভেলা।

রৌপ্য জ্যোতির শীতল ছায়ায়,
পল্লী মায়ের মায়া মমতায়।
ধন্য আজি হাজার শত প্রাণ,
গাই শুধু পল্লী মায়ের গান।
.............................................।।