একখণ্ড ভাবনা
মহঃ সানারুল মোমিন
এক খন্ড বিষাক্ত নীরব অগ্নি পিণ্ড,
আঁচড়ে পড়ে হৃদয়ের আঙিনায়-
ভেঙে পড়ে,তছনছ ইচ্ছের অঙ্কুরিত অক্ষর।
বিশুদ্ধ বাতাসে বিষাক্তের অঙ্কুর-রস,
জেগে ওঠে ব্যাক্টেরিয়া,ভাইরাস-
ভাবনায় বিশ্ব,মনুষ্যত্ব ও সৃষ্টির চুক্তি স্বাক্ষর।
মানব,ভাইরাস করে ধারণ দানবের বেশ,
ভালোবাসায় জাগে হিংসা,বিদ্বেষ-
বিশুদ্ধতার পাঁজরে,অজ্ঞতার সৃষ্টির আলয়।
ভেঙে পড়ে বিশ্ব,অজ্ঞতার নির্মম আঘাতে,
বিষণ্ণ ভাবনা আগামীর প্রভাতে-
অতি সৃষ্টির মাঝে আসে আগামীর প্রলয়।
.........................................................
বাংলা-৭ই চৈত্র-১৮২৬
ইং-২১-০৩-২০২০-শনিবার
খড়গ্রাম,মুর্শিদাবাদ