যন্ত্রণারময় পৃথিবী
মহঃ সানারুল মোমিন
আমার পৃথিবী আজ কাঁদে
বেদনা যন্ত্রণা আর চিৎকারে।
হাজার শীতল কিরণ নিভে
ক্ষুদ্র ক্ষুদ্র পিপাষু অন্ধকারে।
জন্মের শুরুতেই মৃত্যগামী
প্রবাহের উষ্ণ জ্বলন্ত উত্তাপ।
নব প্রজন্মের গায়ে অগ্নিশিখা
আগামী পায় মৃত্যুর অভিশাপ।
অন্তিম দিগন্তে জাগে নিঃশ্বাস
নেমে আসে মৃত্যুর শিহরণ।
সুস্থ শরীরে লাগে শত ক্ষত
পৃথিবীর শরীরে জমে আবরণ।
বোবা মুখ, দৃষ্টি হীন আত্মা
আলোর প্রাচীরে লিখে সান্ত্বনা।
শান্তি সুখের পাঁজরে জমে স্তুপ
উঠে আসে মৃত শরীরে যন্ত্রণা।
শান্তি হারা হাজার অরণ্য
লিখে চলে অশ্রজলের ছবি।
শিশু কিরণের অকাল মৃত্যু
নীরব যন্ত্রণার বোবা পৃথিবী।