বিশ্ব মাঝে একটিই নাম
(আমার ভারতবর্ষ)
মহঃ সানারুল মোমিন
[আসরের পরম স্বনামধন্য শ্রদ্ধেয় কবি,আলোচক ও বিশ্লেষক “যাদব চৌধুরী” মহাশয়কে আমার এই লিখা উপহার দিলাম]
বিশ্ব মাঝে শুধু একটিই নাম।
সে যে স্বপ্নের স্বর্ণভূমির স্বর্ণধাম।
মন মাঝে ক্ষণে ক্ষণে,
হৃদয়ের কোনে কোনে।
বিকশিত, পুষ্ফুটিত, আলোকিত-শোভিত শত হর্ষ-
বিশ্ব মানব মনে,প্রতি মানবের মন কাননে-
শুধু একটিই নাম-
“আমার জন্মভূমি,আমার মাতৃভূমি,প্রাণের ভারতবর্ষ”।
শত ভাষা,শত জাতি- যেন এক প্রাণ।
নানা মত,নানা পথ- ভিন্ন পরিধান।
তবু মাগো,গড়েছো তুমি-
এক মহামিলনের প্রেমের বন্ধন।
নিয়েছি শপথ প্রেমের বন্ধনে,রব জীবন মরণ।
তোমার বুকে,মহা সুখে-
আছে তোমার শত কোটি আদরের সন্তান।
কত মন, করেছো আপন।
রেখেছো অনেক অমর অবদান।
তোমার চরণ তলে, সব বিভেদ ভুলে।
তোমার জানাই শত কোটি প্রণাম।
ধন্য আমি,মুখে হাসি, আমি ভারতবাসী।
তুমি “মা” স্বপ্নের স্বর্ণভূমির “স্বর্ণধাম”।
.......................................................................................................
রচনা কালঃ ২৬শে জানুয়ারী,২০১৮ [শহীদ “বাবন সাহা”র স্মৃতি অনুষ্ঠান]
স্থানঃ নবদুর্গা, মুর্শিদাবাদ,ভারতবর্ষ।
[৮ই আগষ্ট,২০১৬ সালে কাশ্মীরে কুপওয়াড়ায় জঙ্গী হানায় নিহত শহীদ “বাবন সাহা”র স্মৃতি অনুষ্ঠান শেষে লিখা কবিতা।]