সহস্র হাজার বছর পরে,
       দেখি চারদিকে ঘুরে ফিরে
বা- কি অদ্ভুত সুন্দর এই পৃথিবী।
সকাল বিকাল, হাসে মৃত কঙ্কাল,
হাসে দেওয়ালে টাঙানো মৃত ছবি।

একটু দূরে, নদীর তীরে,
        কাঁদে রঙিন শিশু প্রজাপতি
ব্যস্ত নারী, কাটতে নিজ নিজ দাড়ি।
সময়ে অসময়ে  পুরুষেরা গর্ভবতী।

ভোরের নূরে, বিকট সুরে,
       অট্ট হাসে আদি সৃষ্টির আত্মা।
মধু মিলনে ব্যর্থ হয়ে,নিজ স্বার্থ সয়ে
লোভ লালসায় পর নারী  অন্তঃসত্ত্বা।

ক্রমশ-----
সংক্ষিপ্ত
---–-----     -----------  
১৫/০৩/২০২২