মেঘের কোলে হৃদয়
মহঃ সানারুল মোমিন
মেঘের কোলে হৃদয়,
হৃদয়ের কোলে মেঘ।
ঝরে পড়ে অশ্রুজল, শিশিরের রুপ বেশে।
শিশু ঘাসের বিছানায়,চিরসাথী সবুজের দেশে।
গুঁড়ো গুঁড়ো ছাই,
পরাধীনতা,স্বাধীনতা নাই।
বাতাসের বুকে মায়া ভরা ডাক,অবশেষে।
এসে পড়ে উল্কা বৃষ্টি,চোখের পলকে,এক নিমেষে।
অলস মাখা সময়,
সময়ের মাঝে অলসতা।
আলোর অক্ষর সাঁজাই,আঁধারকে ভালোবেসে।
আলোর বুকে জমাট আধার,রয়ে যায় হেসেহেসে।
দহনের দেহে স্বচ্ছতা,
স্বচ্ছতার গায়ে অনুতাপ।
সারা শরীরে ক্ষুধার্তের কামড়,ভাবনা দাঁড়ায় শেষে।
লিখে রাখা প্রাচীন অনুভুতি, দাঁড়ায় রুগ্ন শরীর ঘেঁসে।
..................................................................।
১২/০৯/২০২২ সকাল-৮.১৫ মিনিট
নগর, খড়গ্রাম,মুর্শিদাবাদ,পঃব,ভারতবর্ষ