ভ র সা
""""""''

বার-বার অভয় দেয়
দক্ষিণ হস্ত তুলে বলে
আমি তো আছি,
আমিও সেই ফাঁকে
যা পারি করি-
সমস্ত হিসেবে তুড়ি মেরে
দেদার ছুটিয়ে দেই পা
ঢেউ ভাঙি
শরীরে লাগাই ঠান্ডা,
রোদ্দুর মাড়াই
কপালে ভরাই উত্তাপ!
চক্ষু মেলে ভরসা দেয়
তার তৃতীয় নেত্র জুড়ে দেখি
মৃদু হাসি,
আমি ও সেই সাহসে
লম্ফ দেই
পাহাড়কে মনে হয় সমভূমি
পাথরকে মনে হয় ফাঁকা জমি।
মাথা নাড়িয়ে শক্তি দেয়
সেই বলে
আমিও দেই কোদালের বাড়ি
মাটিগুলো ঝুরো হয়
গা জুড়ে হয় বেদনা,
কুড়ুলের কোপ লাগাই
কাঠগুলো জ্বালানি হয়
হৃদয়ে আসে যাতনা -
অবসাদে ডুবে যাওয়ার আগে
কে যেন হাঁক দেয়
যেই ডাকে জেগে ওঠে
মুমূর্ষু রুগী!
================================
                                        - প্রভঞ্জন ঘোষ।