ভাবলেশহীন
"""""""""""
খড়-কুটো-মাটি
ভালোবেসে আসেপাশে
থাকে খুব আঁটি'।
যতবার যেতে চাই
এই সব কিছু
ছেড়ে অন্যথা-
ছাড়ে না পিছু।
সাথে এসে, পোকা,বিছে
পাখি চেঁচামেচি
করে মিছিমিছি।
সাথে-সাথে
কাদা হয় পা,
ধুলো উড়ে-উড়ে
পড়ে সারা গা।
মশা এসে গান গায়
কানে কানে
অলি ঢুকে পড়ে
চনমনে-
উইপোকা,কাঠপোকা
কাঁচপোকা কিছূ
থাকে নীচু-নীচু।
আদি মাতা ভর করে
বোধ হয় উপরে?
তাই তলে-তলে
রাখে বুঝি ফেলে!
যেইখানে মেকি নেই
সেই ঘাসে,
যেইখানে ফাঁকি নেই
কাঠে,বাঁশে-
যেইখানে আদি আঁধি
আলো-পোকা নিয়ে চুপ
থাকে বাসা বাঁধি,
যেইখানে খাপছাড়া
উদ্দাম শুধু
ভোঁ ভোঁ হাওয়া বয়
শুধু,শুদুমুদু,
শুধু-শুধু বয়ে যাওয়া
ইহাদের সাথে,
তাই ভালো ভাবলেশহীন
নম: প্রণিপাতে।
================================
- প্রভঞ্জন ঘোষ।