তোমার জন্য
"""""""""""""""
তোমার জন্য অগাধ আলো-
তাইতো দেখ পুবে গগনে
আকাশ ফর্সা হল।

তাইতো রূপের ডালি নিয়ে
রূপময়ী ধরা
তোমার জন্যে পত্রে-পুষ্পে
উপচে আত্মহারা!

চলার জন্যে, ছোটার জন্যে
খেলার জন্যে খাঁটি
সবুজ ঘাসের মাঠ সাজিয়ে
ডাক দিয়ে যায় মাটি-

সঙ্গে সেতার,গীটার নিয়ে
হাজার পাখির সুর
তোমার হাসির,খুসির জন্যে
সম্মুখে ভরপুর।

এই ধরনী-মাতার তুমি
ধরিত্রী সন্তান,
বিশ্ব সাথে তাইতো তোমার
সখ্য, নাড়ির টান।
==============================
                                         -প্রভঞ্জন ঘোষ।